ডাঃ দীপঙ্কর দেববর্মা কে বদলির খবর দামছড়ায় পৌছাতেই এলাকাবাসীরা ১২ ঘণ্টার দামছড়া বন্ধের ডাক দেয়।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- পানিসাগর মহকুমার দামছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ডাঃ দীপঙ্কর দেববর্মা কে বদলির খবর দামছড়ায় পৌছাতেই এলাকা বাসীরা ১২ ঘণ্টার দামছড়া বন্ধের ডাক দেয়। আজ সকাল থেকে দামছড়া এলাকার জনজীবন ছিল স্তব্ধ। দোকানপাট, যানবাহন শুরু করে বন্ধ করে দেওয়া হয়েছিল ত্রিপুরা - মিজোরামের সীমান্ত গেইট দিয়ে যানবাহন চলাচল। এর কারনে সকাল থেকেই দামছড়া এলাকা থেকে কোনো যানবাহন যেতে আসতে পারেনি। ঘটনার বিবরণে জানা যায় ৮ শয্যা বিশিষ্ট দামছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুইজন ডাক্তার দিয়ে তিন রাজ্যের চিকিৎসা পরিসেবা চলছে। এর মধ্যে ডাঃ দীপঙ্কর দেববর্মা MBBS দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের জন্যে ভালো ভাবে সেবা করে যাচ্ছেন। এই এলাকার ভালো একজন ডাক্তার যার হাতের ছুঁয়ায় অনেক রোগী ভালো হয়েছে এই ডাক্তারের কাছ থেকে স্বাস্থ্য পরিসেবা পেয়ে মানুষ খুশী এবং এলাকায় ভালো চিকিৎসক হিসাবে পরিচিত ডাঃ দীপঙ্কর দেববর্মাকে ২৫ জানুয়ারির মধ্যে খোয়াই যেতে বলা হল এই বিষয় এলাকার জনগণ মেনে নিতে পারেন নি, তাই তারা ১২ ঘণ্টার বন্ধ ডেকেছেন। বন্ধের প্রভাবে দামছড়া ব্লকের বিডিও পীযুষ বিশ্বাস অবরোধ স্থলে যান এবং কথা বলেন এলাকাবাসীর সাথে এবং উচ্চপদস্থ আধিকারিকদের সাথে, দীর্ঘক্ষণ কথাবার্তার পর বিডিও পীযুষ বিশ্বাস বলেন আজ সরকারী ভাবে অফিস বন্ধ থাকায় আজ কিছু করা যাবে না তবে তিনি কথা দেন এই চিকিৎসককে দামছড়া থেকে সরানো হবে না। তার পর বেলা সাড়ে ১২ টা নাগাদ বন্ধ প্রত্যাহার করা হয় এলাকাবাসীর পক্ষ থেকে। অন্য দিকে এলাকাবাসীর পক্ষ থেক জানানো হয় আগামীকাল ডাঃ দীপঙ্কর দেববর্মার বদলির আদেশ বাতিল করা না হলে অনির্দিষ্টকালের জন্য দামছড়া বন্ধের ডাক দেবে তারা বলে জানিয়েছে এলাকাবাসীর পক্ষে অবসরপ্রাপ্ত IS অভিজিৎ পাল। এদিকে সরকারী ছুটির কারনে অফিস বন্ধ থাকায় সংবাদ মাধ্যমের পক্ষে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

Post a Comment

0 Comments