IIW : নিজস্ব প্রতিনিধি, বিকাশ কপালী, কুমারঘাট :- ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসছে কেউটে। যে মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিলেন, তারই সরকারি জমি ব্যবহার করে দীর্ঘদিন ধরে চলছে গাঁজা চাষ। গত এক সপ্তাহ আগে করমছড়াতে এমন-ই একটা ঘটনা ধরা পড়েছিল। বনদপ্তর এর জমিতে গাজা বাগান ধ্বংস করেছিল পুলিশ প্রশাসন। তদ্রুপ আরো একটি ঘটনা জনসমক্ষে এসেছে আজ। পেচারতল বনদপ্তরের নিজস্ব জমিতে প্রায় সাত হাজার গাঁজা গাছের সন্ধান পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, পেচারতল বনদপ্তরের আধিকারিকরা বেঙ্গাছড়ায় মোটা অংকের টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে বনদপ্তর এর জমি অর্থাৎ সরকারি জমি গাঁজা চাষের জন্য ভাড়া দিয়ে আসছেন। এই গোপন সংবাদের ভিত্তিতে আজ ঊনকোটি জেলার এসডিপিও গমনজয় রিয়াং, এএসআই স্বর্ণেস দেববর্মা ও সেকেন্ড অফিসার বিপ্লব দেববর্মার নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী বেঙ্গাছড়ায় বনদপ্তরের সরকারি জমিতে হানা দেয়। যদিও পুলিশি এই অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি, তবুও সাত হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যে রাম রাজত্বে সরকারি জমি ভাড়া দিয়ে চলছে গাঁজার চাষ, সেখানে আদৌ কি সম্ভব নেশা মুক্ত ত্রিপুরা গড়া ???
0 Comments