পূর্বের চুরির ঘটনার রেশ মেটাতে মধ্যরাতে পিটিয়ে খুন করা হল এক যুবককে।

IIW : নিজস্ব প্রতিনিধি, বিকাশ কপালী, কুমারঘাট:- পূর্বের চুরির ঘটনার রেশ মেটাতে মধ্যরাতে পিটিয়ে খুন করা হল এক যুবককে, ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন সুকান্তপল্লী এলাকায়। নিহত যুবকের নাম কিষান দেবনাথ বয়স আনুমানিক ২০ বছর।
ঘটনার বিবরনে প্রকাশ নিহত পিতৃহারা যুবক দীর্ঘদিন থেকে তার মায়ের সাথে সুকান্তনগরে দিদার বাড়ীতে থাকতো। তখন থেকেই তাকে এলাকার কিছু দাপুটেরা অযথা চুর বলে অপবাদ দিতো এমনকি মাধোরও করতো। এদের হাত থেকে বাচতে ঐযুবক চলে যায় বহিঃরজ্যে সেখানে লড়ীর সহচালকের কাজ করতো সে। সোমবার রাতে বাড়ীতে এলে পূর্বের রেশ মেটাতে এলাকার তথাকথিত দাপুটে মাতব্বরা তাকে রাতের আধারে দড়ি দিয়ে বেধে বেধরক পেটাতে থাকে এবং মৃত ভেবে এলাকার একটি মাঠে যুবককে ফেলে রেখে যায় দুষ্কৃতিরা।
মঙ্গলবার সকালে এই ঘটনা এলাকাবাসীর নজরে আসতে তারা তার বাড়ীতে এবং কুমারঘাট থানায় ঘটনা জানালে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিষান দেবনাথ এর। ঘটনার বৃত্তান্ত দিতে গিয়ে এমনটাই জানালেন নিহতের মা। একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ দলীপ দাস, শৈলেশ দাস, রঞ্জন সূত্রধর এই তিনজকে গ্রেপ্তার করেছে। এবং অন্যদের ধরতে ময়দান চষে বেড়াচ্ছে রাজ্যের খাকি উর্দীধারীরা। পুলিশ অভিযুক্তদের ধরতে পারলেও হয়তো আর পাচটি ঘটনার মতো অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে যাবে। এখন দেখার বিষয় পুলিশ কোন পথে হাটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Post a Comment

0 Comments