পাচারের আগেই উদ্ধার ৫২৫ টি টিয়া, গ্রেপ্তার দুই পাখি পাচারকারী।

IIW : নিজস্ব প্রতিনিধি, শুভজিৎ গুহ, কলকাতা :- ফের দেশীয় পাখি চুরি করে পাচারের চেষ্টা পাখি পাচারকারীদের। শনিবার ঘটনাটি ঘটেছে বর্ধমানে। গ্রেপ্তার হয়েছে দুই পাখি পাচারকারী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫২৪ টি টিয়া পাখি। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের বন দপ্তর এবং বন্যপ্রাণ অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো অভিযান চালিয়ে পাখিগুলি উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে শেখ আখতার এবং বৈশাখী মহম্মদ নামে দুজনকে। জেলা বন অফিসার বা ডিএফও দেবাশিস শর্মা একথা জানিয়ে সাংবাদিকদের বললেন, বর্ধমানে কয়েকজন টিয়াপাখি পাচারের জন্য আনতে চলেছে বলে সোর্সের মাধ্যমে খবর পান তাঁরা। এরপরই বন্যপ্রাণ অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সঙ্গে যোগাযোগ করে যৌথ অভিযানের পরিকল্পনা করা হয়। টিয়ার মতো দেশীয় পাখি বিক্রি ভারতে নিষিদ্ধ। ধরা পড়লে কড়া শাস্তির আইন রয়েছে। তা সত্ত্বেও টিয়া, ময়নার মতো পাখি চড়া দামে বিক্রি করে পাখি পাচারকারীরা।

Post a Comment

0 Comments