আবারো সংবাদ শিরোনামে কৈলাসহর মহিলা থানার ওসি অপর্না দেবনাথ।

IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- ৩০ আগস্ট জগন্নাথপুর এলাকায় সামাজিক অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়ে সাত বছরের নাবালিকা ধর্ষণ ও স্থানীয় মনু ভ্যালি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে অফিস রুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ জানিয়ে দুই নির্যাতিতার পরিবার কৈলাসহর মহিলা থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ দুটি ধারায় মামলা গ্রহণ করলেও অভিযুক্তদের গ্রেফতারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ। অপরদিকে দু'টি ঘটনার ক্ষেত্রেই নির্যাতিতা পরিবারগুলির উপর প্রভাবশালীদের হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে। স্কুল চলাকালীন পঞ্চম শ্রেণীর ছাত্রীকে অফিস রুমে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানীর ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক চিনময় মালাকার প্রকাশ্য দিবালোকে ঘোরাফেরা করলেও তা কৈলাসহর মহিলা থানার নজরে পড়ছে না। অজ্ঞাত কারণে দুটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে তৎপরতা দেখাচ্ছে না কৈলাসহর মহিলা থানা। দুটি ঘটনায় আসামিকে গ্রেপ্তার, সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কৈলাসহর ABVP ইউনিট এর তরফ থেকে কৈলাসহর মহিলা থানার ওসিকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই 24 ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পরও পুলিশের ঝুলিতে কোনো সাফল্য আসেনি ফলে গতকাল ABVP প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী কৈলাসহর মহিলা থানা ঘেরাও করে। দীর্ঘ 2 ঘন্টা অবরোধ থাকার পর পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল কৈলাসহর মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথ এর সাথে কথা বলে আগামী 48 ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করার সময়সীমা বেঁধে দিলে ঘেরাও মুক্ত হয় কৈলাসহর মহিলা থানা। এব্যাপারে কৈলাসহর মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথ এর মতামত জানতে চাইলে তিনি বলেন দুটি ক্ষেত্রেই পুলিশ দ্রুততার সাথে মামলা গ্রহণ করেছে এবং পুলিশ প্রথম থেকেই অভিযুক্তদের গ্রেপ্তার ও সঠিক তদন্তের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অপরদিকে এবিভিপি ছাত্র সংগঠনের তরফে জয়দীপ মালাকার বলেন সাত বছরের নাবালিকা ধর্ষণ ও পঞ্চম শ্রেনীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ থানায় জমা পড়েছে। দুটি ক্ষেত্রেই এলাকার প্রভাবশালীরা নির্যাতিতার পরিবারকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য ভয়-ভীতি প্রদর্শন করছে ফলে দুটি পরিবারকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার পাশাপাশি অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করার দাবি তারা জানাচ্ছে এবং এর জন্য 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 48 ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে ও নির্যাতিতার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা না করলে জেলা ও রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে নামবে ABVP।

Post a Comment

0 Comments