অবশেষে মিলল ল্যান্ডার বিক্রমের খোঁজ।


IIW : শনিবার চাঁদে ল্যান্ডিংয়ের সময়ে বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ। তার পর থেকে লাগাতার চলছিল ল্যান্ডার বিক্রমের খোঁজ। অবশেষে মিলল বিক্রমের খোঁজ। রবিবার সাংবাদিক সম্মেলনে বিক্রমকে খুঁজে পাওয়ার খবর জানালেন ইসরোর প্রধান ডঃ কে শিবন। চন্দ্রযান-২-এর অর্বিটারকেই কাজে লাগালেন ইসরোর বিজ্ঞানীরা। অর্বিটারের পাঠানো থার্মাল ছবি থেকেই মিলল বিক্রমের সন্ধান। চন্দ্রপৃষ্ঠেই পাওয়া গিয়েছে বিক্রমকে। যদিও এখনও বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি বলে জানা গিয়েছে। অর্বিটারের ছবিতে ল্যান্ডার বিক্রমের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হলে তবেই মিলবে জরুরি তথ্য। 

Post a Comment

0 Comments