IIW : নিজস্ব প্রতিনিধি, ভানু চন্দ, কদমতলা :- পুলিশের জালে আটক কুখ্যাত এক তীর জুয়ার এজেন্ট সহ তীর খেলায় যুক্ত এক যুবক। তাদের কাছ থেকে ৭০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল সহ বেশকিছু তীর খেলার নথীপত্র উদ্ধার করেছে কদমতলা থানার পুলিশ। ধৃতদের নাম অভিজিৎ কর্মকার ও পিকি নাথ চৌধুরী। দীর্ঘদিন ধরে উত্তর জেলার কদমতলা থানা এলাকায় তীর জুয়ার রমরমা চলছিল। এই তীর জুয়ার ফলে নতুন প্রজন্ম থেকে শুরু করে সকল স্তরের মানুষ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে তীর খেলাতে যুক্ত হয়ে সর্বস্বান্ত হয়েছে অনেক মানুষ। অবশেষে কদমতলা থানার এস আই প্রাজিত মালাকার গোপন সংবাদের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে লালছড়া বাজার থেকে তীরের নাম্বার কাটার সময় এজেন্ট অভিজিৎ কর্মকার ও তীর খেলায় যুক্ত পিকি নাথ চৌধুরিকে আটক করতে সক্ষম হন। জানা গেছে অভিজিৎ কর্মকার ধর্মনগর থানাধীন দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ লালছড়া বাজারে তীরের অবৈধ ব্যবসা চালাতো। অপরদিকে পিকি নাথ চৌধুরী স্থানীয় ইচাই লালছড়ার বাসিন্দা।
0 Comments