IIW : নিজস্ব প্রতিনিধি, বিশ্বেশ্বর মজুমদার, আগরতলা :- জায়গা নিয়ে চার যুবকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। গুরুতর ভাবে আহত হয়ে দুই যুবক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আহত দুই যুবকের নাম দুলাল দেবনাথ ও অজিত কুমার দাস। ঘটনার বিবরণে জানা যায় কল্যাণপুর থানার অন্তর্গত কুচপাড়া গ্রামের বাসিন্দা পেশায় দিন মজুর দুলাল দেবনাথ ও অজিত কুমার দাস রবিবার দুপুরে এলাকার এক কৃষকের জমিতে কাজ করতে যায়। তারা যখন জমিনে কাজ করছিল তখন অপর দুই যুবক তাদের উপর হামলে পরে। এতে গুরুতর ভাবে আহত হয় দুলাল দেবনাথ ও অজিত কুমার দাস। স্থানীয় লোকজন ঘটনার দৃশ্য প্রত্যক্ষ করে গুরুতর ভাবে আহত দুলাল দেবনাথ ও অজিত কুমার দাসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করে দেন।
0 Comments