IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- দ্রুত রাস্তা মেরামতের দাবীতে আজ সকাল ৭ টা থেকে আসাম আগরতলা বিকল্প জাতীয় পথ অবরোধ করল IMWU ( Indegenous Motor Worker Union), বাচাইবাড়ি শাখা। কমলপুর আর খোয়াইয়ের মাঝামাঝি এই বাচাইবাড়ি। এখানকার মোটর শ্রমিকেরা দীর্ঘ দিন ধরে এই রাস্তা মেরামতের দাবী জানিয়ে আসছিলেন। গত আগষ্ট মাসের ১৩ তারিখেও তারা খোয়াইয়ের মহকুমা শাসকের নিকট দাবী সনদ পেশ করেন। তাদের দাবী ছিল ৮ - ১০ দিনের মধ্যে কমলপুর থেকে খোয়াইয়ের রাস্তা মেরামত করতে হবে। কিন্তু তড়িতকর্মা প্রশাসন শীতঘুমে ব্যস্ত।
আজ তাই একপ্রকার বাধ্য হয়েই তারা পথ অবরোধে নামতে বাধ্য হয়েছেন। দুইদিকে ছোট বড় মিলে প্রায় দুইশতাধিক গাড়ি লাইনে দাঁড়িয়ে পড়েছে। অফিস যাত্রীরা আটকে পড়েছেন। স্কুল ছাত্র, শিক্ষকেরা আটকে পড়েছেন। কিন্তু অবাক করার ব্যাপার এই যে, কারুর মধ্যেই অসন্তোষের ছিটে ফোটাও লক্ষ করা যায়নি। নিজেদের অসুবিধে সত্বেও সবাই এই পথ অবরোধের মতো আন্দোলন কে স্বাগত জানিয়েছেন। তবে এম্বুলেন্সের মত জরুরী সেবার যানবাহন কে যেতে দেওয়া হয়েছে।
শেষপর্যন্ত তুলাশিখর ব্লকের বিডিও, এবং প্রশাসনের বিভিন্ন উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং অতিদ্রুত রাস্তা সাড়াইয়ের প্রতিশ্রুতিমুলে পথ অবরোধ তুলে নেওয়া হয় এবং দুপুর বারোটা থেকে আবার যানবাহন চলাচল শুরু হয়। এখন এটাই দেখার কতদিনে এই রাস্তা সারাই হয়।
আজ তাই একপ্রকার বাধ্য হয়েই তারা পথ অবরোধে নামতে বাধ্য হয়েছেন। দুইদিকে ছোট বড় মিলে প্রায় দুইশতাধিক গাড়ি লাইনে দাঁড়িয়ে পড়েছে। অফিস যাত্রীরা আটকে পড়েছেন। স্কুল ছাত্র, শিক্ষকেরা আটকে পড়েছেন। কিন্তু অবাক করার ব্যাপার এই যে, কারুর মধ্যেই অসন্তোষের ছিটে ফোটাও লক্ষ করা যায়নি। নিজেদের অসুবিধে সত্বেও সবাই এই পথ অবরোধের মতো আন্দোলন কে স্বাগত জানিয়েছেন। তবে এম্বুলেন্সের মত জরুরী সেবার যানবাহন কে যেতে দেওয়া হয়েছে।
শেষপর্যন্ত তুলাশিখর ব্লকের বিডিও, এবং প্রশাসনের বিভিন্ন উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং অতিদ্রুত রাস্তা সাড়াইয়ের প্রতিশ্রুতিমুলে পথ অবরোধ তুলে নেওয়া হয় এবং দুপুর বারোটা থেকে আবার যানবাহন চলাচল শুরু হয়। এখন এটাই দেখার কতদিনে এই রাস্তা সারাই হয়।
0 Comments