IIW : নিজেস্ব প্রতিনিধি, ধর্মনগর :- যে ঈশ্বর সর্বশক্তিমান, সেই ঈশ্বর যে মানুষের মাঝে বিরাজ করেন তাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ মাননীয় বিশ্ববন্ধু সেন মহাশয়। ধর্মনগরের নয়াপাড়া সিপিআইএম পার্টি অফিসের ঠিক উল্টো দিকে এক বৃদ্ধ মহিলা উনার উচ্চশিক্ষিত ট্যাক্স কনসালটেন্ট ছেলেকে নিয়ে থাকতেন। ভদ্র মহিলার উচ্চ উপার্জনকারী ছেলে কোন এক অযুক্তিক কারণে বৃদ্ধ মহিলাকে ঘর থেকে বের করে দেয়। বেশ কিছুদিন থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে সুপুত্রের গর্ভধারিনী মা আজ এসে পৌঁছান মাননীয় বিধায়ক এর দরবারে। যন্ত্রনাকাতর মায়ের সব কথা শুনে নিজেও স্থির থাকতে পারলেন না বিধায়ক। শেষ পর্যন্ত বিধায়কের উদ্যোগে আশ্রয়হীন ভদ্র মহিলা আজ ফিরে পেলেন উনার পুরনো ঠিকানা, তার নিজের বাড়ি। অত্র এলাকাবাসী, ভারতীয় জনতা পার্টি এবং যুব মোর্চার প্রচুর সদস্যরা অসহায় ভদ্র মহিলাকে বাড়িতে ঢুকিয়ে উনার গুণধর পুত্রকে বলে দিয়ে এসেছে, যদি মায়ের দায়িত্ব ছেলে নিতে না পারে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মায়ের বাড়িতে মা থাকবেন। যদি মায়ের সঙ্গে থাকতে ছেলের অসুবিধে হয় তবে ছেলে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর অভিমত ভদ্রমহিলা যেন নিজ বাড়িতেই থাকেন, বাকি জীবনটা যেন নিজের বাড়িতেই সুখে শান্তিতে থাকতে পারেন। ধর্মনগরের মাননীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন মহাশয় এই ঘটনার অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেছেন, এতদিন কি কাজ করেছি, করতে পেরেছি, মানুষ তার বিচার করছে এবং করবে। আজকের এই কাজটা করতে পেরে আমার বড়ই আনন্দ হচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বর আমাকে আশীর্বাদ করুক আমি যেন মানবকল্যাণে দেহের শেষ রক্তবিন্দু দিয়েও নিজেকে নিয়োজিত রাখতে পারি।
0 Comments