IIW : নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি :- পুকুরের জলে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু। ঘটনা চুড়াইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রামের ১নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায়, আজ সন্ধ্যে সাড়ে ছয় টা নাগাদ বাড়ির লোকজনদের অজ্ঞাতে পুকুরে পড়ে যায় উসমান আলী (৫) পিতা নজরুল ইসলাম। বাড়ির লোকজনদের প্রাথমিক ধারণা হয়তো হাত,পা ধোয়ার জন্য সে পুকুরে গিয়েছিল। আর তখনই ঘটে এই বিপত্তি। পুকুরে পড়ে কাতরাতে থাকে সে। অন্যদিকে, সন্ধ্যা ঘনিয়ে আসতেই তাকে খুজোখুজি শুরু হয়। তখন পুকুরে গিয়ে উসমানকে জলে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রেমতলা অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের।অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা তাকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন এবং সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। অপরদিকে তার এই অকাল মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন।
0 Comments