ত্রিপুরা ড্রাগ কোন্ট্রল সোসাইটির নামে বাইক পাস লাগিয়ে মদমত্ত অবস্থায় নাম্বার বিহীন বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার এক যুবক।

IIW : নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য, ধর্মনগর :- মদমত্ত অবস্থায় নাম্বার বিহীন বাইক চালাতে গিয়ে রাস্তার ধারে দাঁড়ানো একটি ইকো গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার এক বাইক চালক। ঘটনা রবিবার দুপুর আনুমানিক ৩টা নাগাদ। ধর্মনগর মটরস্টেন্ড চত্বরে এক ব্যক্তি তার ইকো গাড়িটি রাস্তার ধারে রেখে ফল কেনার জন্য ফলের দোকানে যান। এর মধ্যে আচমকা একটি পালসার বাইক চালিয়ে এসে মদমত্ত এক যুবক দ্রুতগতিতে রাস্তার ধারে দাড়িয়ে থাকা ইকো গাড়িটিতে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গেই মদমত্ত বাইক চালক রাজেশ কান্তি দে রাস্তার ধারেই ছিটকে পড়ে। পথচারী ও স্থানীয় ব্যাবসায়ীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার সার্ভিস এসে রাজেশ কে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনা স্থলে পৌছায় ধর্মনগর থানার পুলিশ। জানা গেছে খবর লেখা পর্যন্ত বাইকের কোন বৈধ কাগজ পত্র পায়নি পুলিশ।
এর মধ্য বাইকের সামনে লাগানো ছিল একটি সরকারি পাস যার মধ্যে লেখা ছিল ত্রিপুরা ড্রাগ কোন্ট্রল সোসাইটি, তবে কি বাইক চালক ড্রাগ কন্ট্রোল সোসাইটি তে কর্মরত না কি বাইকের সামনে থাকা পাস জাল, তদন্ত করছে পুলিশ। হাসপাতালে সাংবাদিকরা আহত বাইক চালকের কাছে ঘটনা সম্পর্কে যান্তে চাইলে রাজেশ কান্তি দে সাংবাদিকদের উদ্যেশে যে সকল অঙ্গভঙ্গি করে তাতে স্পষ্ট বুঝা গেছে যে রাজেশ মদমক্ত অবস্থায় ছিল।

Post a Comment

0 Comments