IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- বাংলাদেশ থেকে ১০৫ জন আগামী বৃহস্পতিবার ও কুয়েত থেকে ১৩৬ জন আগামী চার জুন ফিরছেন৷ বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিকরা আখাউড়া সীমান্ত দিয়ে প্রবেশ করবেন৷ অন্যদিকে, কুয়েত থেকে ফেরত ত্রিপুরার নাগরিকরা গুয়াহাটি পর্যন্ত বিমানে আসবেন৷ অসমের নাগরিকদের সাথে একত্রে তারা ফিরবেন৷ এদিকে, এখন থেকে রাজ্যে আগতদের লক্ষণ থাকলেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷
1 Comments
Sir oi list a kara kara asbe.. Ami o bengladesh a atke achi plzz aktu bolben
ReplyDelete