ইয়ং চরেই এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্ত দান শিবির।


IIW : নিজস্ব প্রতিনিধি, দয়ানন্দ চৌধুরী, পানিসাগর :- আজ সকাল দশ ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত এ, ডি, সি, ভিলেজ রইতিনথৈ এর অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রাঙ্গণে ইয়ং চরেই এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্ত দান শিবিরের। প্রদিপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক বিনয় ভূষন দাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন YCA এর সেক্রেটারি বাবু লাল চরেই, পানিসাগর এলাকার বিশিষ্ট সমাজসেবক ধনঞ্জয় দাস এবং বিবেকানন্দ দাস, YCA এর প্রেসিডেন্ট আনাই হালাম এবং YCA এর সাধারণ সদস্য মহিমরিল হালাম। সভাপতিত্ব করেন এলাকার অারেক বিশিষ্ট ব্যক্তিত্ব লামপুইজয় হালাম। উক্ত অনুষ্ঠিানে অথিতিগন রক্ত দানের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। আগামী দিনে আরও ব্যাপক হারে রক্ত দানের মাধ্যমে মুমুর্ষ রোগিদের জীবন দানের প্রতি এগিয়ে আসতে আহবান করেন। উক্ত শিবেরে মোট ৩৩ জন রক্তদাতা রক্ত দান করেন, এর মধ্যে ৩০ জন পুরুষ এবং ৩ জন মহিলা অংশ নেন। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনজাতি তথা অনান্য সকল সম্প্রদায়ের লোকজনদের রক্ত দানে এগিয়ে আসার আহবান জানান YCA এর পক্ষ থেকে। উক্ত রক্ত দান শিবির কে কেন্দ্র করে গোটা মহকুমা জোরে জনজাতি অংশের মানুষদের মধ্যে খুশির বাতাবরণ পরিলক্ষিত হয়েছে।

Post a Comment

0 Comments