বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক মাদ্রাসা শিক্ষকের।

IIW : নিজস্ব প্রতিনিধি, কদমতলা :- বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু। ঘটনা কদমতলা থানা এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভিতরগোল ৫ নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার - মহরম এর ছুটির দিনে দুপুরে পুকুর থেকে মোটর দিয়ে জল  তোলার সময় তার ছিড়ে পায়ে লেগে যায় মাদ্রাসা শিক্ষকের ।  সেসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মৃত শিক্ষকের নাম আলাউদ্দিন আহমেদ, বয়স ৫১। তিনি আসামের কাঠালতলী সিনিয়র মাদ্রাসার সরকারী শিক্ষক ছিলেন। তার চার মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে। ঘটনার সময় দুই মেয়ে বাড়িতে ছিল। পুকুরের পাশ দিয়ে  পাশের বাড়ির এক ব্যক্তি গরু নিয়ে যাবার সময় দেখতে পায় শিক্ষক আলাউদ্দিন পুকুর পাড়ে পড়ে আছেন। তখন সবাইকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি আনা হয় কদমতলা হাসপাতলে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাদ্রাসা শিক্ষকের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Post a Comment

0 Comments