IIW : নিজস্ব প্রতিনিধি, বিশ্বেশ্বর মজুমদার, আগরতলা :- আনন্দম যোগ রিসার্চ সোসাইটির উদ্যোগে মহিলাদের জন্য যোগ ও স্বাস্থ্য সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ৭ রামনগর মহিলা মোর্চার উদ্যোগে রাজধানীর বিজয় কুমার স্কুলে হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী নীতি দেব। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত, বিজয়কুমার স্কুলের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা সহ অন্যান্যরা। যোগার মাধ্যমে বয়স্ক মহিলারাও নিজেদের সুস্থ রাখতে পারেন। এই ক্ষেত্রে যারা আগামী দিনের ভবিস্যৎ তাদের প্রতি আহ্বান জানান যোগ ব্যায়াম শিখে বাড়িতে গিয়ে সকলের মধ্যে তা ছড়িয়ে দিতে। যাতে করে সকলকে যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকতে পারে। বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান বিশিষ্ট সমাজসেবী নীতি দেব।
0 Comments