IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- কৈলাসহর জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বিষ্ণু দাস রোলার গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসার গাফিলতিতে বিশেষ করে ডাক্তার এর খামখেয়ালিতে মারা যায় বলে জানান মৃত বিষ্ণু দাস এর ভাই। বিষ্ণু দাস পেশায় শ্রমিক। গতকাল সকাল সাড়ে আটটায় নিজ গ্রাম থেকে বিষ্ণু রোলার গাড়িতে উঠে ফটিকরায় যাচ্ছিল। ধন বিলাস এলাকার কাছাকাছি পৌঁছুতেই হঠাৎ করে রোলার গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে বিষ্ণু দাস এর ডান পায়ের উপর দিয়ে রোলার গাড়ি চাকা উঠে গিয়ে ডান পায়ের সমস্ত হাড্ডি ভেঙ্গে যায়। সঙ্গে সঙ্গে বিষ্ণুকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডক্টর নিলমনি দেববর্মা বিষ্ণুর ডান পায়ের সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করে। এরপর সারাদিন ডাক্তার একবারও এসে বিষ্ণুকে দেখেনি। প্রায় 10 ঘন্টা পর রাত 11 টার সময় ডক্টর নিলমনি দেববর্মা এসে বিষ্ণুর খোঁজখবর নিয়ে জানান রক্তের প্রয়োজন, রেফার করতে হবে বিষ্ণু কে বিষ্ণুর অবস্থা ভালো নয়। বিষ্ণুর পরিবারের লোকজন ডাক্তার কে জিজ্ঞাসা করে যে বিষ্ণুর রক্তের গ্রুপ কি? প্রায় এক ঘন্টা পর ডাক্তার বিষ্ণুর রক্তের গ্রুপ জানান পরিবারকে।এরই মধ্যে রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বিষ্ণু মারা যায়। কৈলাসহর থানা ঘটনাস্থলে এসে খোঁজখবর নেয় এবং পুলিশ ইউ. ডি মামলা নিয়েছে।
0 Comments